নিজস্ব সংবাদদাতা: অতিরিক্ত মাদকেই মৃত্যু কাইলি পেজের, ২৮ বছরেই থেমে গেল সফর। মাত্র ২৮ বছর বয়সে মৃত্যু হল প্রখ্যাত পর্ন তারকা কাইলি পেজের। লস অ্যাঞ্জেলসের নিজস্ব অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার হয় তাঁর দেহ।
২৫ জুন সন্ধ্যায়, বন্ধুর সন্দেহ থেকে খবর পেয়ে পৌঁছায় পুলিশ ও দমকল। ততক্ষণে সব শেষ। ঘর থেকে ফেন্টানিলসহ বিভিন্ন মাদক, ব্যবহৃত যন্ত্রপাতি ও ছবি উদ্ধার হয়।
পুলিশের প্রাথমিক অনুমান, অতিরিক্ত মাত্রায় ফেন্টানিল সেবনের জেরেই মৃত্যু। যদিও চূড়ান্ত রিপোর্ট এখনও আসেনি, তদন্তে অপরাধমূলক কিছু মেলেনি বলেই জানানো হয়েছে।
২০১৬ সালে কাইলির কেরিয়ার শুরু। এরপর Brazzers, Vixen-সহ নামী সংস্থার হয়ে ২০০টিরও বেশি ছবিতে অভিনয়। তাঁর আকর্ষণীয় হাসি ও উষ্ণ ব্যক্তিত্ব তাঁকে দ্রুত জনপ্রিয় করে তোলে।
মৃত্যুর পর তাঁর পরিবারের তরফে শুরু হয় অনুদান সংগ্রহের উদ্যোগ – “GoFundMe”-তে এখন পর্যন্ত তোলা হয়েছে ১৪,১৫৯ ডলার। লক্ষ্য ১৮ হাজার ডলার।
প্রযোজনা সংস্থা ব্রেজার্স কাইলির মৃত্যুতে শোকপ্রকাশ করেছে। জানিয়েছে, তাঁর অবদান তাঁকে স্মরণীয় করে রাখবে।
ফের একবার বিনোদন দুনিয়ায় মাদকের ছায়া সামনে এল – সময় থাকতে সতর্কতা না নিলে এমন ট্র্যাজেডি যে বারবার ঘটবে, সে কথাই যেন বলছে কাইলির মৃত্যু।