নিজস্ব সংবাদদাতা: ভাঙড়: তৃণমূল নেতার স্ত্রীকে সরকারি চাকরি, পাশে দিদি। ভাঙড়ে খুন হওয়া তৃণমূল অঞ্চল সভাপতি রাজ্জাক খাঁর পরিবারের পাশে দাঁড়াল সরকার ও দল। নিহত নেতার স্ত্রী খাদিজা বিবিকে সরকারি গ্রুপ ডি পদে চাকরি দেওয়া হল। নিয়োগপত্র (অ্যাপয়েন্টমেন্ট লেটার) তুলে দেন ভাঙড়ের বিধায়ক শওকত মোল্লা।
খাদিজা বিবিকে ভাঙড়ের নলমুড়ি ব্লক স্বাস্থ্যকেন্দ্রে গ্রুপ ডি পদে নিয়োগ করা হয়েছে। এই নিয়োগ প্রসঙ্গে হাসপাতালের স্বাস্থ্য আধিকারিক ডঃ অভিক কুমার বিশ্বাস জানান, “জেলা স্বাস্থ্য আধিকারিক, মুখ্যসচিব ও মুখ্যমন্ত্রীর নির্দেশে খাদিজা বিবিকে এই পদে নিয়োগ করা হয়েছে।”
বিধায়ক শওকত মোল্লা বলেন, “মুখ্যমন্ত্রীর নিজস্ব কোটা থেকে প্রতি বছর তিনজনকে চাকরি দেওয়া যায়। দিদি শহীদ রাজ্জাক খাঁর পরিবারের পাশে দাঁড়াতে সেই কোটা থেকে খাদিজা বিবিকে চাকরি দিয়েছেন। এটা দিদির মানবিক মুখের পরিচয়।”
প্রসঙ্গত, কিছুদিন আগে দলীয় বিবাদের জেরে ভাঙড়ে খুন হন তৃণমূল অঞ্চল সভাপতি রাজ্জাক খাঁ। এই ঘটনায় দলের একাধিক নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তবে ঘটনার পর দ্রুততার সঙ্গে নিহত নেতার পরিবারের পাশে দাঁড়ানোয় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন স্থানীয়রা।
এ ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক আলোড়ন ছড়ালেও, মুখ্যমন্ত্রীর মানবিকতার বার্তা সামনে এনে দল জানিয়ে দিল—তাঁরা শহীদ পরিবারকে ভুলে যায় না।