নিজস্ব সংবাদদাতা: ১০০ রানে ১০০তম আউট! লর্ডসে নজির গড়লেন রাহুল
ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডস টেস্টে সেঞ্চুরি করেই আউট হলেন কেএল রাহুল। তবে এই আউটের মধ্যে লুকিয়ে আছে এক অদ্ভুত পরিসংখ্যান।
রাহুল ১৭৭ বলে ১১টি বাউন্ডারির সাহায্যে ১০০ রান করেন। আর সেই ১০০ রানেই থেমে যায় তাঁর ইনিংস। কিন্তু এই ১০০ রানের ইনিংসই পুরুষদের টেস্ট ক্রিকেটে এক ঐতিহাসিক ঘটনা তৈরি করল।
রাহুল হলেন শততম ব্যাটার, যিনি ঠিক ১০০ রান করে আউট হলেন।
লর্ডস টেস্টের আগে এই ঘটনা ঘটেছিল ৯৯ বার।
রাহুল সেই তালিকায় ১০০তম নাম জুড়ে দিলেন।
অর্থাৎ, টেস্ট ক্রিকেটে ঠিক ১০০ রানে আউট হওয়ার সেঞ্চুরিও সম্পূর্ণ হল রাহুলের হাত ধরে!
স্ট্যাট-গেমের এই কাকতালীয় মুহূর্ত ক্রিকেটপ্রেমীদের চমকে দিয়েছে।
রাহুলের ইনিংস যেমন দৃষ্টিনন্দন, তেমনই তাঁর আউট হওয়াটাও এখন ক্রিকেট ইতিহাসের একটি ব্যতিক্রমী নজির।
Total Views: 74