তৃণমূল-বিরোধী জোটের ডাক শমীকের, মমতার ‘বঞ্চিত’ সৈনিকদের দলে টানার আহ্বান

নিজস্ব সংবাদদাতা: শমীকের জোট বার্তা: তৃণমূলের ‘বঞ্চিত’ ও ‘আশাহত’দের দিকেই ইঙ্গিত?

বঙ্গ রাজনীতিতে ফের জোটের সুর বাজালেন বিজেপির নবনিযুক্ত রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। এবার তাঁর নিশানায় তৃণমূলের অভ্যন্তরীণ ক্ষোভে ফুঁসতে থাকা একাংশ এবং বামপন্থী ভাবাদর্শে বিশ্বাসী কিন্তু নিরুপায় রাজনৈতিক কর্মীরা।

এক বক্তব্যে তিনি বলেন —

“তৃণমূলের মধ্যেও যাঁরা তৃণমূলের অমৃতরস পান করেননি, যাঁরা চূড়ান্ত বিপরীত অবস্থায় থেকে ঘাম-রক্ত দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীক দেওয়ালে লিখেছেন, যাঁরা সেই তৃণমূলের তৃণমূল স্তরের কর্মী, যাঁরা টিকিট কিনতে পারেননি — তাঁদের সঙ্গে নিন।”

তিনি আরও বলেন —

“যাঁরা (বামেরা) আজও রাতের অন্ধকারে বিপ্লব আসার অপেক্ষায় শিহরিত হন, তাঁদেরও সঙ্গে নিতে হবে।”

এই মন্তব্যকে রাজনৈতিক মহলের একাংশ দেখছেন বিজেপির একটি ‘সoft Hindutva + Broad Coalition’ কৌশল হিসেবে। লক্ষ্য ২০২৬-এর বিধানসভা নির্বাচন। যেখানে শুধু ধর্ম নয়, তৃণমূলের অন্দরের ‘বঞ্চিত’ কর্মীদের, বামপন্থী হতাশ তরুণদের এবং বিরোধী মনোভাবাপন্ন গোষ্ঠীদের এক ছাতার নিচে আনার চেষ্টা চলছে।

শমীক ভট্টাচার্যর এই বক্তব্যের মধ্যে রয়েছে একাধিক স্তর তৃণমূলের অন্তর্দ্বন্দ্বকে কাজে লাগানো বাম মননের সঙ্গে আলোচনার রাস্তা খোলা রাখা এক বৃহৎ TMC-বিরোধী মঞ্চের ইঙ্গিত রাজ্য রাজনীতিতে ‘বিজেপি বনাম তৃণমূল’ লড়াইয়ের পাশাপাশি এবার জোট রাজনীতির নতুন আবহ তৈরি হচ্ছে বলেই মনে  করছেন পর্যবেক্ষকরা।

Total Views: 17

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *