নিজস্ব সংবাদদাতা: আজ রাতেই চূড়ান্ত বাণিজ্যচুক্তি? ট্রাম্প-মোদি বৈঠকের আগেই জল্পনা তুঙ্গে
বহু আলোচনার পর হয়তো আজ রাতেই চূড়ান্ত হতে চলেছে ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি। ‘ইন্ডিয়া টুডে’-র রিপোর্ট অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘পারস্পরিক শুল্ক’ স্থগিতাদেশের সময়সীমা শেষ হচ্ছে বুধবার। তার আগেই মঙ্গলবার রাতে দুই দেশের মধ্যে ঐতিহাসিক চুক্তি সই হওয়ার সম্ভাবনা প্রবল।
সূত্রের খবর, ডেয়ারি ও কিছু কৃষিজ পণ্য চুক্তির আওতার বাইরে থাকলেও, অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দু’দেশই একমত হয়েছে। এই চুক্তির ফলে ভারতের বাজার আংশিকভাবে ফল, ভুট্টা ও অন্যান্য মার্কিন কৃষিপণ্যের জন্য উন্মুক্ত হতে পারে।
চুক্তিকে ঘিরে উত্তেজনা শুধু বাণিজ্যিক মহলেই নয়, কূটনৈতিক মহলেও তুঙ্গে। ট্রাম্প আগেই বলেছিলেন, “চিনের পর এবার লক্ষ্য ভারত।” সে ইঙ্গিতেই স্পষ্ট, ভারতের সঙ্গে বড়সড় বাণিজ্য-আধিপত্য কায়েমে আগ্রহী ওয়াশিংটন।
এই মুহূর্তে মোদি-ট্রাম্প দ্বিপাক্ষিক বৈঠকের প্রস্তুতি জোরকদমে চলছে। ঠিক তার আগে চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা আন্তর্জাতিক অর্থনীতিতেও বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
দু’দেশের সম্পর্ক মজবুত করার পথে এই বাণিজ্যচুক্তি হতে পারে নতুন মাইলফলক — এমনটাই ধারণা কূটনৈতিক মহলের।