২১ জুলাই পরেই তৃণমূলে শুদ্ধিকরণ অভিযান, রিপোর্ট পেলে ছাঁটাই করবেন অভিষেক

নিজস্ব সংবাদদাতা: TMC-তে শুদ্ধিকরণের পথে অভিষেক! রিপোর্ট পেলেই ছাঁটাই, টার্গেটে ব্লক-জেলা নেতৃত্ব

২১ জুলাইয়ের প্রস্তুতির মাঝে এবার দলের অন্দরে বড় শুদ্ধিকরণের ইঙ্গিত দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রের খবর, খুব শিগগিরই ব্লক, টাউন ও ছাত্র শাখার জেলা-রাজ্য নেতৃত্বে রদবদল হতে চলেছে

আইপ্যাক ও অভিষেকের দফতর ইতিমধ্যেই জেলায় জেলায় খোঁজ শুরু করেছে— কে কোথায় কীভাবে কাজ করছেন, কাদের বিরুদ্ধে বারবার অভিযোগ উঠছে, কে কতটা জনসংযোগে সক্রিয়।

সূত্রের দাবি, একাধিক নেতার বিরুদ্ধে অহংকারী আচরণ, গোষ্ঠীদ্বন্দ্ব উসকে দেওয়া, দলীয় শৃঙ্খলা ভাঙার অভিযোগ উঠেছে। সেই সব নেতাদের প্রথমে সাসপেনশন এবং প্রয়োজনে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

এখনই কাউকে সরানো না হলেও, ২১ জুলাই শহিদ দিবসের সভা মিটলেই বড় রদবদল ঘোষণা করা হতে পারে বলে দলীয় সূত্রে খবর। এর আগে বহুক্ষেত্রে অভিষেক বলেছিলেন, “দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করলে কাউকে রেয়াত করা হবে না।”

এই প্রক্রিয়া তদারকির জন্য কলকাতায় ডেকে নেওয়া হচ্ছে জেলা নেতৃত্ব ও বিধায়কদের। বৈঠকে তাঁদের কাছ থেকে ফিডব্যাক নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

রাজনৈতিক মহলের মতে, ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে অভ্যন্তরীণ দলীয় শৃঙ্খলা ও জনসংযোগে জোর দিতেই তৃণমূলের এই কড়া পদক্ষেপ। মুখে ‘জনসংযোগ যাত্রা’, ভিতরে ‘সংগঠন সংস্কার’ — দুই মেরুতেই কড়া নজর অভিষেকের।

Total Views: 51

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *