নিজস্ব সংবাদদাতা:দল ছাড়তে চেয়ে নবান্নে চিঠি, ফোনে মমতার আশ্বাসে থেমে গেলেন সিদ্দিকুল্লা!
দলের কর্মীদের হাতেই হামলা, গাড়ি ভাঙচুর — এই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। সূত্রের খবর, ঘটনার পরপরই তিনি নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চার পাতার চিঠি দিয়ে অভিযোগ জানান। এমনকি তৃণমূল ছাড়ার সিদ্ধান্তও নিয়েছিলেন তিনি।
চাঞ্চল্য ছড়ায় জল্পনা ঘিরে। তবে সূত্র বলছে, মঙ্গলবার মুখ্যমন্ত্রী নিজেই ফোন করেন সিদ্দিকুল্লাকে। প্রায় পাঁচ মিনিট কথা হয় দু’জনের মধ্যে। সেই ফোনে মমতা আশ্বাস দেন, অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
ফলে আপাতত দল ছাড়ার সিদ্ধান্ত থেকে সরে আসেন মন্ত্রী। ইতিমধ্যেই সাতজন গ্রেফতার হয়েছে বলেও জানান সিদ্দিকুল্লা।
তবে রাজনৈতিক মহলে প্রশ্ন—তৃণমূলের এক প্রভাবশালী মন্ত্রীর গাড়ি ভাঙচুর, হামলা—এটা কি দলীয় শৃঙ্খলার চরম উদাহরণ নয়? আর তা হলে মমতার ফোনে মিটে গেল কি এত বড় অশান্তি?
ঘটনার পর সিদ্দিকুল্লার চিঠি এবং মুখ্যমন্ত্রীর আশ্বাস—সব মিলিয়ে দলের অন্দরেই টানাপড়েনের ইঙ্গিত দেখছেন অনেকে। ২০২৬ বিধানসভা ভোটের আগে এই ধরনের ঘটনা শাসকদলের জন্য কতটা অস্বস্তির, তা বলছে রাজনৈতিক বিশ্লেষকরা।