নিজস্ব সংবাদদাতা: কলকাতায় ফের কলেরার হানা! পিকনিক গার্ডেনের যুবকহাসপাতালে ভর্তি
ফের আতঙ্ক ছড়াল কলকাতায়, এবার কলেরার আশঙ্কা ঘিরে। বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬ বছর বয়সী এক যুবক, যিনি কলকাতা পুরসভার ৬৭ নম্বর ওয়ার্ডের পিকনিক গার্ডেন রোডের বাসিন্দা।
জানা গেছে, বমি, পেটব্যথা, জলসঙ্কটজনিত সমস্যা-সহ একাধিক উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। তাঁর কিডনিতেও সমস্যা দেখা দেয়, যা নিয়ে প্রথমদিকে চিকিৎসকরা যথেষ্ট চিন্তিত ছিলেন। তবে এখন তাঁর অবস্থা স্থিতিশীল, স্যালাইনের মাধ্যমে চিকিৎসা চলছে।
এই যুবকের চিকিৎসায় নিয়োজিত রয়েছেন একাধিক চিকিৎসক। চিকিৎসকদের প্রাথমিক অনুমান, জলবাহিত সংক্রমণের কারণেই কলেরায় আক্রান্ত হয়েছেন তিনি। যদিও পরীক্ষার চূড়ান্ত রিপোর্ট আসা বাকি।
স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, এলাকাভিত্তিক জল বা খাবারের মাধ্যমে সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা থাকায় পিকনিক গার্ডেন এলাকাতেই নজরদারি বাড়ানো হয়েছে।
কলকাতার মতো ঘনবসতিপূর্ণ এলাকায় এই রোগের প্রকোপ বাড়লে সামগ্রিক স্বাস্থ্যপরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে আশঙ্কা স্বাস্থ্যকর্তাদের। তাই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা।
এখনও পর্যন্ত নতুন করে আর কেউ এই উপসর্গ নিয়ে ভর্তি হননি, তবে শহরের অন্য অংশেও স্বাস্থ্য দফতর সতর্ক অবস্থানে রয়েছে।