কৃষকদের জন্য বড় সুখবর! কিষাণ প্রকল্পের টাকা ঢুকছে এবারেই

নিজস্ব সংবাদদাতা:

কৃষকদের অ্যাকাউন্টে কবে টাকা? বড় আপডেট কেন্দ্রের, আসছে ২০তম কিস্তি

প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ২০তম কিস্তি নিয়ে কৃষকদের জন্য বড় খবর। সূত্রের দাবি, আগামী সপ্তাহেই কৃষকদের অ্যাকাউন্টে ₹২০০০ ঢুকে যেতে পারে। এই কিস্তির অপেক্ষায় রয়েছেন দেশের লক্ষ লক্ষ কৃষক পরিবার।

গত কিস্তি মিলেছিল ২৪ ফেব্রুয়ারি ২০২4-এ। এবার জুলাইয়ের শুরুতেই ২০তম কিস্তি আসতে চলেছে বলে আশা করা হচ্ছে।

তবে সুবিধাভোগী কৃষকদের জন্য একটি জরুরি সতর্কতা —
ই-কেওয়াইসি (e-KYC) না করলে কিস্তির টাকা আটকে যেতে পারে। তাই যাঁরা এখনও ই-কেওয়াইসি সম্পূর্ণ করেননি, দ্রুত তা করে ফেলা অত্যন্ত জরুরি।

প্রসঙ্গত, এই কেন্দ্রীয় প্রকল্পে বছরে তিন কিস্তায় কৃষকদের ₹৬০০০ করে আর্থিক সহায়তা দেওয়া হয় — সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে।

এই প্রকল্পের লক্ষ্য কৃষকদের আর্থিক সুরক্ষা ও চাষবাসে উৎসাহ বাড়ানো।

তাই কার অ্যাকাউন্টে টাকা এসেছে, কার আসেনি — তা চেক করতে নিচের অফিসিয়াল পোর্টালে যান:
👉 https://pmkisan.gov.in

সেখানে ‘Beneficiary Status’ সেকশনে গিয়ে আধার বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দিয়ে স্টেটাস দেখা যাবে।

সতর্কতা: কোনো ফেক লিঙ্কে ক্লিক করবেন না বা ব্যাঙ্কের তথ্য অজানা জায়গায় দেবেন না।

Total Views: 42

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *