নিজস্ব সংবাদদাতা: বিমার প্রিমিয়াম দেরিতে দিলেও লেট ফি নয়, বড় অফার LIC-এর
জীবন বিমা গ্রাহকদের জন্য সুখবর দিল LIC (Life Insurance Corporation of India)। সাধারণত প্রিমিয়াম জমা দিতে দেরি হলে গ্রেস পিরিয়ডের পরে লেট ফি বা জরিমানা গুনতে হয়। তবে এবার সেই নিয়মে বড় ছাড় ঘোষণা করেছে LIC।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, নির্দিষ্ট সময়সীমার মধ্যে গ্রাহকরা যদি তাঁদের বকেয়া প্রিমিয়াম মেটান, তবে কোনও লেট ফি লাগবে না। অর্থাৎ, প্রিমিয়াম দেরিতে জমা দিলেও অতিরিক্ত অর্থ দিতে হবে না।
👉 অফারের মূল দিকগুলো:
নির্দিষ্ট সময় পর্যন্ত বকেয়া প্রিমিয়াম জমা করলে লেট ফি মকুব।
যাঁদের পলিসি ল্যাপ্স হয়ে গিয়েছে, তাঁদেরও নতুন করে সক্রিয় করার সুযোগ।
বিশেষ অফারের আওতায় গ্রাহকরা শুধুমাত্র মূল প্রিমিয়াম জমা দিয়েই পলিসি চালু রাখতে পারবেন।
LIC জানিয়েছে, গ্রাহকদের সুবিধার্থে এই সুযোগ দেওয়া হচ্ছে। অনেক সময় অর্থের অভাব, বা অন্যান্য কারণে সময়মতো প্রিমিয়াম জমা দেওয়া যায় না। ফলে পলিসি ল্যাপ্স হয়ে যায়। এবার সেই চাপ থেকে অনেকটাই মুক্তি পাবেন গ্রাহকরা।
বিশেষজ্ঞদের মতে, LIC-এর এই উদ্যোগে লক্ষাধিক গ্রাহক উপকৃত হবেন। বিমার পলিসি বন্ধ হওয়ার আশঙ্কা যেমন কমবে, তেমনি বাড়বে সাধারণ মানুষের মধ্যে বিমা করার আগ্রহও।