নিজস্ব সংবাদদাতা: সরকার দিচ্ছে ২ লক্ষ টাকার লোন, জানুন কর্মসাথী প্রকল্পের বিস্তারিত। স্বনির্ভর যুবকদের জন্য সুখবর! পশ্চিমবঙ্গ সরকার ‘কর্মসাথী প্রকল্প’-এর মাধ্যমে ২ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে যাতে যুবক-যুবতীরা নিজেদের পছন্দমতো ব্যবসা শুরু করতে পারেন। এই প্রকল্পে সুদের হার নামমাত্র, এবং লোনের মেয়াদ তিন বছর পর্যন্ত।
কে পেতে পারেন এই লোন?
🔹 আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৫০ বছরের মধ্যে
🔹 ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি উত্তীর্ণ
🔹 হতে হবে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা
যে নথিপত্র লাগবে:
✅ ভোটার আইডি কার্ড
✅ আধার কার্ড
✅ ঠিকানার প্রমাণ
✅ পাসপোর্ট সাইজের ছবি
আবেদন করবেন কোথায়?
বিনামূল্যে আবেদনপত্র পাওয়া যাবে নিকটবর্তী বিডিও অফিস, এসডিও অফিস অথবা কলকাতার ক্ষেত্রে পুরনিগমে। আবেদনপত্র পূরণ করে জমা দিলে কর্তৃপক্ষ তা খতিয়ে দেখে ঋণ মঞ্জুর করবেন।
উদ্দেশ্য কী?
এই প্রকল্পের মূল লক্ষ্য রাজ্যের বেকার যুবসমাজকে স্বনির্ভর করে তোলা এবং ক্ষুদ্র ব্যবসায় উৎসাহ দেওয়া।
পরামর্শ:
আপনার এলাকার বিডিও বা এসডিও অফিসে যোগাযোগ করুন এবং বিস্তারিত তথ্য জেনে তবেই আবেদন করুন। মনে রাখবেন, এটি একটি সরকারি প্রকল্প এবং আবেদন সম্পূর্ণ বিনামূল্যে।
Link:https://wbmsme.gov.in/karmasathi
📢 স্বনির্ভরতার দিকে এক ধাপ এগিয়ে – কর্ম
সাথী প্রকল্প আপনার পাশে!