শাশুড়িকে মা পরিচয় দিয়ে বাংলাদেশি জামাই হল ভারতের নাগরিক, চাঞ্চল্যকর অভিযোগ

নিজস্ব সংবাদদাতা: শাশুড়িকে মা পরিচয় দিয়ে বাংলাদেশি জামাই হল ভারতের নাগরিক, চাঞ্চল্যকর অভিযোগ বাগদায়। ২৬শে ভোটের আগে মুখ্যমন্ত্রী নির্দেশের পর ভুয়ো ভোটার ধরতে সরব হয়েছে শাসক দল। উত্তর ২৪ পরগনা মহকুমা বনগাঁর একাধিক এলাকায় ভোটার তালিকায় মিলেছে ভুতুড়ে ভোটারের সন্ধান। যার মধ্যে অভিযোগে এসেছে বাংলাদেশের নাগরিক হয়ে ভারতে ভোটার তালিকায় নাম। আবারো একই অভিযোগ। এবার বাংলাদেশি জামাই ভারতে বিয়ে করে শাশুড়িকে মা পরিচয় দিয়ে ভারতের নাগরিক হয়েছে । জানা গিয়েছে ওই জামাইয়ের নাম রিজাউল মন্ডল। শাশুড়ির নাম মন্ডল চেয়ার বানু মন্ডল। বার্তা ব্লকের আশারু গ্রাম পঞ্চায়েতের বাগি এলাকার বাসিন্দা বিয়ে করে স্ত্রী সন্তানকে নিয়ে থাকতো রেজাউল ৷ তার বাড়ি বাংলাদেশের ঝিনাইদহ জেলায় ৷ অভিযোগ শাশুড়িকে মা বানিয়ে ভোটার তালিকায় নাম তুলেছে বাংলাদেশী এই যুবক।

 

সম্প্রতি রিজাউল এর ছেলে ফিরোজ একটি মেয়েকে নিয়ে পালিয়ে যায়। সেই তদন্ত নেমে পুলিশ জানতে পারে রিজাউল ও তার ছেলে ফিরোজ বাংলাদেশি।

 

রিজাউল এর স্ত্রী বলেন তার স্বামী বাংলাদেশী বিয়ের আগে জানতো না। ৩০ বছর আগে বিয়ে হয়েছে। ছেলে প্রেম করে একটি মেয়েকে নিয়ে বাংলাদেশে পালিয়ে গেছে।

 

এই ঘটনার পর এ বিষয় নিয়ে বনগাঁ বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মণ্ডল বলেন বাগদা ব্লকে এমন কয়েকশ রিজাউল মন্ডল আছে। এগুলো হলো তৃণমূলের ভোটব্যাঙ্ক।

Total Views: 64

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *