AI দিয়ে বানানো ‘Babydoll Archi’, গ্রেফতার প্রাক্তন প্রেমিক, ইনফ্লুয়েন্সার কেলেঙ্কারিতে তোলপাড় আসাম পুলিশ!

নিজস্ব সংবাদদাতা:Babydoll Archi” কেলেঙ্কারির মূল অভিযুক্ত গ্রেফতার, AI দিয়ে তৈরি হয়েছিল পর্ন-জাল! আসামের ভাইরাল “Babydoll Archi” কেলেঙ্কারির মূল অভিযুক্তকে অবশেষে গ্রেফতার করল পুলিশ। আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও ডিজিটাল মিডিয়ার অপব্যবহার করে তৈরি করা হয়েছিল এক ছদ্মপরিচয়। পুলিশি তদন্তে বেরিয়ে এসেছে এক ভয়াবহ ডিজিটাল পর্নোচক্রের পর্দাফাঁস।

১২ জুলাই টিনসুকিয়া থেকে ধরা পড়ে প্রাক্তন প্রেমিক এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ার প্রতীম বোরা। অভিযোগ, ইনফ্লুয়েন্সার আর্চিতা ফুকন-এর নামে একাধিক নকল প্রোফাইল বানিয়ে, AI-র সাহায্যে তাঁর ছবি মর্ফ করে আমেরিকান পর্নস্টার কেণ্ড্রা লাস্ট-এর সঙ্গে যৌন কনটেন্ট বানানো হয়েছিল।

পুলিশ জানায়, প্রতীমের কৌশল ছিল তিনটি ধাপে:

1. পুরনো ব্যক্তিগত ছবি সংগ্রহ করে সেগুলিকে মর্ফ করে নতুন কনটেন্ট বানানো,

2. ভুয়ো ইনস্টাগ্রাম প্রোফাইল, মেল আইডি তৈরি করে সেগুলো ছড়ানো,

3. ওই কনটেন্ট OnlyFans-জাতীয় সাবস্ক্রিপশন প্ল্যাটফর্মে বিক্রি করে প্রায় ১০ লক্ষ টাকা রোজগার।

প্রাথমিকভাবে এই প্রোফাইলকে AI-জেনারেটেড চরিত্র বলে মনে করা হলেও তদন্তে ধরা পড়ে এটি আসলে প্রতিমের পুরোনো সম্পর্কের প্রতিশোধমূলক ছক।

প্রতীমের ফোন, ল্যাপটপ, IP অ্যাড্রেস, এবং ডিজিটাল লেনদেন খতিয়ে দেখে তার বিরুদ্ধে সাইবার হ্যারাসমেন্ট, মানহানিকর কনটেন্ট তৈরি, ডিজিটাল প্রতারণা, ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। আদালত ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে।

এই ঘটনা ফের প্রমাণ করল—AI ও প্রযুক্তির অপব্যবহারে ব্যক্তিগত পরিচয় ধ্বংস করা যেতে পারে। ডিজিটাল নিরাপত্তা, আইন সংস্কার ও AI-নীতির প্রয়োজনীয়তা আজ জরুরি বাস্তবতা।

Total Views: 94

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *