ধূপগুড়িতে ঘরে সাপজোড়া, আতঙ্কের মধ্যেই অলৌকিক বিশ্বাসে ‘লক্ষ্মী আসা’র গুজব ছড়াল গ্রামে!

নিজস্ব সংবাদদাতা: সাপ জড়িয়ে আতঙ্ক, অলৌকিক বিশ্বাসে মশগুল ধূপগুড়ি!

প্রকৃতি না অলৌকিকতা? বিতর্কে গ্রামবাসী

ধূপগুড়ির বর্মনপাড়ার একটি ঘরে আচমকা প্রবেশ করল দু’টি বিশাল দাঁড়াশ সাপ। বিকট শব্দে চমকে ঘরের দিকে ছুটে গিয়ে এক কিশোরী দেখতে পায়—দু’টি দাঁড়াশ সাপ একে অপরকে জড়িয়ে ফোঁসফাঁস করছে। আতঙ্কে তার চিৎকারে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। মুহূর্তে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

ঘটনাস্থলে পৌঁছায় এক পরিবেশপ্রেমী সংগঠনের কর্মীরা। তাদের বক্তব্য, এটি সাপের প্রজনন নয়, বরং এলাকা দখলের লড়াই, যা দাঁড়াশ প্রজাতির মধ্যে একটি স্বাভাবিক প্রতিক্রিয়া। তবে গ্রামবাসীদের একাংশ এই দৃশ্যকে বলছেন ‘শঙ্খ লাগা’—এক অলৌকিক সংকেত, যা মনে করা হয় ধন-সম্পদ আসার ইঙ্গিত।

বাড়ির মালিকের বক্তব্য, “আমি বিশ্বাস করি এটা শুভ লক্ষণ। কাউকে সাপ মারতে দিইনি, বরং স্রেফ ওদের চলে যেতে দিয়েছি।”

এই ঘটনার ভিডিও এবং ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই জড়ো হতে থাকে উৎসুক জনতা।

তবে সাপবিশারদদের মতে, এ ঘটনা প্রমাণ করে কীভাবে নগরায়নের চাপে প্রাকৃতিক বাস্তুতন্ত্র লণ্ডভণ্ড হচ্ছে। জঙ্গলের অভাব ও আবাসস্থল সংকটে বাধ্য হয়েই সাপেরা বসতি এলাকায় প্রবেশ করছে।

ধূপগুড়ির এই ঘটনায় আবারও স্পষ্ট, একদিকে যখন বিজ্ঞান ব্যাখ্যা খুঁজছে, অন্যদিকে সমাজের এক বড় অংশ অলৌকিক বিশ্বাসে মগ্ন।

প্রকৃতির বার্তা নাকি দেবদূতের আগমন—উত্তর খুঁজছে ধূপগুড়ি।

Total Views: 51

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *