ডেঙ্গিতে অসুস্থ বিজয় দেবেরাকোণ্ডা, হাসপাতালে ভর্তি, মুক্তির আগে ‘Kingdom’-এর প্রচারে বিঘ্ন

নিজস্ব সংবাদদাতা: ডেঙ্গিতে আক্রান্ত দক্ষিণী সুপারস্টার বিজয় দেবেরাকোণ্ডা, বর্তমানে হাসপাতালে ভর্তি

দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেতা বিজয় দেবেরাকোণ্ডা বর্তমানে শারীরিক অসুস্থতায় ভুগছেন। প্রাথমিকভাবে জানা গিয়েছে, তিনি ডেঙ্গিতে আক্রান্ত, এবং এই কারণে তাঁকে হায়দরাবাদের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিজয়ের অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই উদ্বেগ ছড়িয়ে পড়ে অনুরাগীদের মধ্যে। সোশ্যাল মিডিয়ায় বহু অনুরাগী তাঁর দ্রুত আরোগ্য কামনায় শুভেচ্ছা বার্তা পাঠাতে শুরু করেছেন।

হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে অভিনেতার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং চিকিৎসকরা তাঁকে বিশেষ পর্যবেক্ষণে রেখেছেন। প্রয়োজনীয় সমস্ত চিকিৎসা শুরু করা হয়েছে এবং চিকিৎসকদের আশা, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। যদি চিকিৎসায় কোনও সমস্যা না হয়, তবে আগামী ২০ জুলাই-র মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন অভিনেতা।

এই মুহূর্তে বিজয় দেবেরাকোণ্ডার পরবর্তী সিনেমা ‘Kingdom’ নিয়ে ভীষণ উত্তেজনা তৈরি হয়েছে দর্শকদের মধ্যে। এই ছবি মুক্তি পেতে চলেছে ৩১ জুলাই, এবং ছবির প্রোমোশনও ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ওই প্রচারেই ব্যস্ত ছিলেন বিজয়, তবে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় আপাতত সমস্ত কাজ স্থগিত রাখতে হয়েছে তাঁকে। প্রোডাকশন সংস্থা সূত্রে জানা গিয়েছে, বিজয়ের সুস্থতার পর ফের প্রচারে যোগ দেবেন তিনি।

‘অর্জুন রেড্ডি’ খ্যাত এই অভিনেতা দক্ষিণ ভারত ছাড়িয়ে গোটা দেশের অন্যতম জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন। তাঁর অসুস্থতার খবরে তাই শুধু দক্ষিণ নয়, সারা দেশজুড়েই অনুরাগীদের মধ্যে দুশ্চিন্তা ছড়িয়ে পড়ে। তবে আশার কথা, আপাতত কোনও জটিলতা নেই এবং বিজয়ের দ্রুত আরোগ্য কামনা করছেন সবাই।

Total Views: 62

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *