নিজস্ব সংবাদদাতা: ১২৮ বছর পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট, ১২ জুলাই শুরু খেলা — ফিরতে পারেন বিরাট কোহলি!
লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে অবশেষে ব্যাট-বলও! ১৯০০ সালের পর ২০২৮ সালে আবারও অলিম্পিকের মঞ্চে দেখা যাবে ক্রিকেট। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি জানিয়ে দিল, ১২ জুলাই ২০২৮ থেকে শুরু হবে ক্রিকেট ইভেন্ট। খেলা চলবে ১৭ দিন, শেষ ম্যাচ — ২৯ জুলাই পুরুষ বিভাগ, আর ২০ জুলাই মহিলাদের পদক নির্ধারণী ম্যাচ।
ক্রিকেট হবে টি-২০ ফরম্যাটে, পুরুষ ও মহিলা দুই বিভাগেই ৬টি করে দল অংশ নেবে। প্রতিদিন ২টি করে ম্যাচ হবে, সকাল ৯টা ও সন্ধ্যা ৬:৩০টা (স্থানীয় সময়), অর্থাৎ ভারতীয় সময় রাত ৯:৩০টা ও সকাল ৭টা। খেলার ভেন্যু: লস অ্যাঞ্জেলেস থেকে ৫০ কিমি দূরে পোমোনার অস্থায়ী মাঠ।
তবে প্রশ্ন রয়ে গেছে বাছাই নিয়ে — আমেরিকা আয়োজক দেশ হিসেবে সরাসরি খেললেও বাকি ৫টি দল কীভাবে বাছা হবে তা এখনও চূড়ান্ত নয়।
এই ঘোষণার পর নতুন করে আলোচনায় বিরাট কোহলি। ২০২3 বিশ্বকাপ জয়ের পর টি-২০ থেকে অবসর নিলেও তিনি নিজেই বলেছিলেন, “অলিম্পিক ফাইনালে ভারত খেললে আমি অবসর ভেঙে ফিরতে রাজি।” তাই যদি ভারত অলিম্পিক ফাইনালে পৌঁছে — তাহলে ২০২৮-এ ফের কোহলিকে দেখা যেতে পারে ভারতের জার্সিতে!
বিশ্বকাপের পর অলিম্পিকে সোনার স্বপ্ন নিয়েই এখন অপেক্ষা। ইতিহাসের সাক্ষী হতে পারে ভারতীয় ক্রিকেট।
Total Views: 64