নিজস্ব সংবাদদাতা:লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তছরুপে গ্রেফতার কলকাতা পুরসভার কর্মী
সরকারি প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার-এর টাকা তছরুপ ও আত্মসাতের অভিযোগে চাঞ্চল্য ছড়াল কলকাতা পুরসভায়। মুচিপাড়া থানার পুলিশ গ্রেফতার করেছে পুরসভার এক চুক্তিভিত্তিক কর্মী উমেশ কুমার দাসকে। অভিযোগ, গত ৩ বছর ধরে নিয়মিতভাবে ওই প্রকল্পের অর্থ নিজের অ্যাকাউন্টে তুলে নিচ্ছিলেন উমেশ।
সূত্রের খবর, জাল নথি ও ভুয়ো সুবিধাভোগীদের নামে অর্থ তোলার মাধ্যমে বিপুল পরিমাণ সরকারি টাকা আত্মসাৎ করেছেন তিনি। তদন্তে উঠে এসেছে একাধিক ভুয়ো আবেদনপত্রের তথ্য। পুলিশ মনে করছে, এই কাজে একাধিক ব্যক্তি যুক্ত ছিল এবং একটি সম্পূর্ণ চক্রই সক্রিয় রয়েছে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত উমেশ কুমার দাস দীর্ঘদিন ধরেই পুরসভার সমাজকল্যাণ সংক্রান্ত প্রকল্পগুলির সঙ্গে যুক্ত ছিলেন। সেই সুযোগেই গোপনে আর্থিক দুর্নীতি চালিয়ে যান তিনি। এখন চলছে অর্থের পরিমাণ ও বাকি জড়িতদের শনাক্ত করার কাজ। তদন্তের স্বার্থে আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানা গেছে।
সরকারি প্রকল্পের টাকা লুটপাটের অভিযোগে এই গ্রেফতারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পুরসভা মহলে। প্রশ্ন উঠছে প্রশাসনিক নজরদারির ঘাটতি নিয়েও।
Total Views: 37