শিক্ষাগত অপপ্রচারে লাভলির পাল্টা, সুকান্তর বিরুদ্ধে মানহানির মামলার পথে তৃণমূল বিধায়ক

নিজস্ব সংবাদদাতা: লাভলির বিরুদ্ধে অপপ্রচার! সুকান্তর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন মহিলা বিধায়ক

তৃণমূল বিধায়ক অরুন্ধতী ওরফে লাভলি মৈত্রের শিক্ষাগত যোগ্যতা নিয়ে মিথ্যা অপপ্রচারের অভিযোগে বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে চলেছেন লাভলি। সোমবার সাংবাদিক বৈঠকে নিজের শিক্ষাগত নথি প্রকাশ করে লাভলি স্পষ্ট জানান, ইচ্ছাকৃত অপমানের শিকার হয়েছেন তিনি।

লাভলি জানান, তিনি সেন্ট পলস কলেজে স্নাতক স্তরে ভর্তি হয়েছিলেন। কিন্তু ব্যক্তিগত পেশার কারণে কোর্স শেষ করতে পারেননি। পরে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। গোয়াঙ্কা কলেজ ছিল সেই ডিগ্রির স্টাডি সেন্টার। নির্বাচনের সময় দাখিল করা হলফনামায় সেই সমস্ত তথ্যই নির্ভুলভাবে উল্লেখ করা ছিল।

তাঁর দাবি, এত কিছু সত্ত্বেও বিজেপি নেতা সুকান্ত মজুমদার উদ্দেশ্যপ্রণোদিত ভাবে সেই তথ্য ‘কারচুপি’ বলে অপপ্রচার চালাচ্ছেন। লাভলি বলেন, “একজন মহিলা বিধায়ক হওয়ার অপরাধে আমাকে নিশানা করা হচ্ছে। বিজেপি রাজনৈতিকভাবে পিছিয়ে পড়ে এখন ব্যক্তিগত অপমানের রাজনীতি করছে।”

প্রতিবাদ জানিয়ে লাভলি কটাক্ষ করেন, “শিক্ষার সঙ্গে যার কোনও সম্পর্ক নেই, তাঁকে শিক্ষা প্রতিমন্ত্রী বানিয়েছে কেন্দ্র। সেই হাফপ্যান্ট মন্ত্রী মিথ্যে বলে একজন মহিলার সম্মানহানি করছেন।”

তিনি আরও বলেন, “সুকান্ত মজুমদারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে আমি আইনজীবীর সঙ্গে আলোচনা করছি। খুব শীঘ্রই মামলা করব। বিজেপির দেউলিয়া রাজনীতির পরিচয় মিলছে এই অপপ্রচারে। এঁরাই ইভিএমে কারচুপি করে, এখন মানুষের ভাবমূর্তিতেও।”

এই প্রসঙ্গে এখন নজর সুকান্তর প্রতিক্রিয়ার দিকেই। বিজেপি শিবির কী জবাব দেয়, সেটাই দেখার।

Total Views: 60

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *