চলচ্চিত্রের নক্ষত্রপতন, বিদায় ‘চরিত্রাভিনেতার স্কুল’ কোটা শ্রীনিবাস রাও—দক্ষিণ থেকে বলিউডে ছাপ রেখেছেন

নিজস্ব সংবাদদাতা: প্রয়াত বর্ষীয়ান অভিনেতা কোটা শ্রীনিবাস রাও, চলচ্চিত্র জগতে নক্ষত্রপতন। চলে গেলেন দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র। প্রয়াত হলেন বর্ষীয়ান অভিনেতা ও প্রাক্তন রাজনীতিবিদ কোটা শ্রীনিবাস রাও (Kota Shrinivasa Rao)। ৮৩ বছর বয়সে হায়দরাবাদের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন এই অভিনেতা।

১৯৪২ সালের ১০ জুলাই অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলার কাঙ্কিপাদু গ্রামে জন্ম হয় শ্রীনিবাস রাওয়ের। বাবা ছিলেন চিকিৎসক। ছেলেবেলায় চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখলেও কলেজে পড়ার সময় নাটকের প্রতি গভীর ভালোবাসা জন্মায় তাঁর। পরবর্তীতে স্টেট ব্যাঙ্কে কর্মরত অবস্থাতেও থিয়েটার ও সিনেমার টান ছাড়তে পারেননি।

১৯৭৮ সালে তেলুগু ছবি প্রণাম খারিদু-তে অভিনয়ের মাধ্যমে রুপোলি পর্দায় যাত্রা শুরু হয় তাঁর। এরপর তেলুগু, তামিল, হিন্দি, কন্নড় ও মালয়ালম ভাষায় প্রায় ৭৫০টির বেশি ছবিতে অভিনয় করেন তিনি। শক্তিশালী চরিত্রাভিনেতা হিসেবে তার খ্যাতি ছিল সর্বত্র। নেতিবাচক চরিত্রেও তাঁর অনবদ্য অভিনয় দর্শকের মনে গভীর ছাপ ফেলেছে।

বলিউডে অমিতাভ বচ্চনের বিপরীতে সরকার ছবিতে ‘সিলভার মণি’-র ভূমিকায় তাঁর অভিনয় আজও স্মরণীয়। রাম গোপাল ভার্মার পরিচালনায় এই ছবিতে তাঁর আত্মবিশ্বাসী পারফরম্যান্স প্রশংসিত হয়েছিল সর্বস্তরে।

অভিনয় জগতের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় ছিলেন শ্রীনিবাস রাও। অন্ধ্রপ্রদেশে বিজেপির বিধায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। ২০১৫ সালে ভারত সরকার তাঁকে ‘পদ্মশ্রী’ সম্মানে সম্মানিত করে।

তাঁর প্রয়াণে ভারতীয় চলচ্চিত্র জগতে গভীর শোকের ছায়া নেমেছে। কোটা শ্রীনিবাস রাও ছিলেন ‘চরিত্রাভিনেতার স্কুল’, যাঁর অভিনয় স্টাইল আগামীতেও নতুন প্রজন্মকে অনুপ্রেরণা জোগাবে। তাঁর অবদান চিরস্মরণীয়  হয়ে থাকবে।

Total Views: 35

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *