নিজস্ব সংবাদদাতা:
খেজুরিতে ১২ ঘণ্টার বন্ধে উত্তেজনা, পদযাত্রায় শুভেন্দু, গ্রেফতার ৮
খেজুরিতে জোড়া মৃত্যুর প্রতিবাদে আজ, মঙ্গলবার ১২ ঘণ্টার বন্ধের ডাক দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার জেরে সকাল থেকেই থমথমে পরিস্থিতি খেজুরিতে। অধিকাংশ দোকানপাট বন্ধ। রাস্তাঘাট প্রায় ফাঁকা। এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। চলছে টহল।
খেজুরির ভাঙনমারি এলাকায় এক জলসায় গিয়ে মৃত্যু হয় দুই যুবকের। প্রথমে পুলিশ প্রাথমিক তদন্তে জানায়, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে তাঁদের। কিন্তু মৃতদের পরিবারের দাবি, এটি পরিকল্পিত খুন। তাঁরা থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন।
এনিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপির অভিযোগ— ‘এটি হিন্দু হত্যা’। পাল্টা তৃণমূল বলেছে, “বিজেপি ইচ্ছাকৃতভাবে ভেদাভেদের রাজনীতি করছে।” পরিস্থিতির চাপ আরও বাড়ে যখন শুভেন্দু অধিকারী নিহতদের স্মরণে খেজুরিতে আজ পদযাত্রার ঘোষণা করেন এবং বন্ধ পালনের ডাক দেন।
জানা গিয়েছে, বন্ধে বাধ্য করতে গিয়ে হিংসাত্মক আচরণের অভিযোগে আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রশাসন থেকে জানানো হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, কিন্তু সতর্ক নজর রাখা হচ্ছে।
রাজনীতির পাশাপাশি শোকস্তব্ধ গ্রামবাসীরা। মৃতদের পরিবারে নেমেছে গভীর শোকের ছায়া। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি নেতৃত্ব আজ নিহতদের পরিবার ও এলাকা পরিদর্শন করবেন বলেও জানা গিয়েছে।
এই ঘটনা ঘিরে খেজুরি ও তার আশপাশের এলাকায় উত্তেজনা অব্যাহত। পুলিশ সূত্রে জানানো হয়েছে, তদন্ত চলছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে পাঠানো হয়েছে ফরেনসিক দল।
Total Views: 74