নিজস্ব সংবাদদাতা: চিকিৎসক নিগ্রহে কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে অভিযোগ, মুখ খুললেন স্ত্রী শ্রীময়ী
‘রাজনীতির বলির পাঁঠা কাঞ্চন’, পালটা দাবি স্ত্রীর
কলকাতার ট্রপিক্যাল মেডিসিন হাসপাতালের আউটডোর বিভাগে চিকিৎসকের সঙ্গে বচসা— এই ঘটনায় চর্চার কেন্দ্রবিন্দুতে অভিনেতা তথা বিধায়ক কাঞ্চন মল্লিক।
তাঁর বিরুদ্ধে চিকিৎসককে নিগ্রহের অভিযোগ সামনে আসতেই শুরু হয়েছে বিতর্ক।
এই পরিস্থিতিতে কাঞ্চনের স্ত্রী শ্রীময়ী চট্টোরাজ মুখ খুললেন। এক সংবাদমাধ্যমে তিনি বলেন—
“প্রভাব খাটাতে হলে দু’টাকার টিকিট কেটে চিকিৎসা করাতাম না। কাঞ্চন বরাবরই সাধারণ মানুষের মতোই সরকারি হাসপাতালেই চিকিৎসা করান।”
শ্রীময়ীর দাবি,
“ওই চিকিৎসক প্রথম থেকেই অত্যন্ত রূঢ় আচরণ করছিলেন। আমাদের প্রতি কোনও ব্যক্তিগত রাগ থাকতে পারে। এই কারণেই অকারণে কাঞ্চনকে দোষারোপ করা হচ্ছে।”
তাঁর আরও অভিযোগ,
“রাজনীতির কারণেই কাঞ্চন মল্লিককে বলির পাঁঠা বানানো হচ্ছে। তিনি বিধায়ক বলেই এত সহজে তাঁর বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে।”
কী ঘটেছিল?
সূত্রের খবর অনুযায়ী, মঙ্গলবার দুপুরে হাসপাতালের আউটডোর বিভাগে কাঞ্চন মল্লিক চিকিৎসা করাতে যান। সেখানে কর্তব্যরত এক চিকিৎসকের সঙ্গে তীব্র বাকবিতণ্ডা হয় তাঁর। চিকিৎসক পরে কাঞ্চনের বিরুদ্ধে নিগ্রহের অভিযোগ আনেন।
তবে কাঞ্চনের তরফে সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া হয়েছে।
ঘটনা নিয়ে এখন উত্তাল চিকিৎসক মহল। রাজনীতির চাপের বিরুদ্ধে ডাক্তারদের সংগঠনও মুখ খোলার প্রস্তুতি নিচ্ছে বলে সূত্রের খবর।
পুরো বিষয়টি নিয়ে তদন্তের দাবিও উঠছে।
Total Views: 94