লক্ষ্মীর ভাণ্ডারের পাল্টা ‘নারায়ণ ভাণ্ডার’, বিজেপির বড় প্রতিশ্রুতি ২০২৬ ভোটের আগে

নিজস্ব সংবাদদাতা: লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় দাবি BJP-র, আসছে ‘নারায়ণ ভাণ্ডার’!

রাজ্যে মহিলাদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ড্রিম প্রকল্প ‘লক্ষ্মীর ভাণ্ডার’। এবার সেই প্রকল্পের পাল্টা ‘নারায়ণ ভাণ্ডার’ আনার ঘোষণা করল বিজেপি।

নতুন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য জানিয়ে দিয়েছেন, আগামী বিধানসভা ভোটে বিজেপি নারী ভোটারদের মন জয় করতে এই ‘নারায়ণ ভাণ্ডার’ প্রকল্পকে জোর প্রচার কর্মসূচির অংশ করবে।

বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডারে:

  • সাধারণ শ্রেণির মহিলারা পান মাসে ১০০০ টাকা

  • SC/ST মহিলারা পান ১২০০ টাকা

BJP-র দাবি:

“আমরা ক্ষমতায় এলে প্রতিমাসে ৩০০০ টাকা করে দেব মহিলাদের হাতে। বাড়ানো হবে ২০০০ টাকা করে।”

এছাড়াও বিজেপির শীর্ষ নেতৃত্বের মতে, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে একাধিক অনিয়ম ও স্বজনপোষণের অভিযোগ রয়েছে। তা বন্ধ করে আরও স্বচ্ছ ও বিস্তৃতভাবে ‘নারায়ণ ভাণ্ডার’ চালু হবে।

তৃণমূল শিবির যদিও বিজেপির এই প্রতিশ্রুতিকে “নকল ও গিমিক” বলে কটাক্ষ করেছে। কিন্তু রাজনৈতিক মহলের মতে, মহিলা ভোটব্যাঙ্কে বড় প্রভাব ফেলতেই বিজেপির এই চমকপ্রদ প্রতিশ্রুতি

সব মিলিয়ে বিধানসভা ভোটের আগে এবার ‘ভাণ্ডার বনাম ভাণ্ডার’-এ দুই শিবিরের টক্কর দেখার অপেক্ষায় বঙ্গবাসী।

Total Views: 162

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *