নিজস্ব সংবাদদাতা: মমতার প্রশংসায় শুভেন্দুকে ঘায়েল করতে চাইলেন দিলীপ ঘোষ?
দিল্লি থেকে তৃণমূল-বিজেপি সম্পর্ক ঘিরে ফের বিতর্কের ইন্ধন
দিল্লিতে দাঁড়িয়ে ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। কিন্তু সেই প্রশংসার মোড়কে যেন কটাক্ষ করলেন নিজের দলেরই একাংশকে, বিশেষ করে শুভেন্দু অধিকারীকে।
দিলীপ বলেন,
“আমি প্রশংসা করেছি কারণ, যাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বড় বড় কথা বলছেন, তাঁদের নিজের নামেই কেস আছে। আর যাঁর নামে কোনও কেস নেই, চোর-ডাকাত বলে কেউ প্রমাণও করতে পারেনি, তাঁর সঙ্গে যদি আমি বসি, তাহলে আমি খারাপ হয়ে গেলাম?”
এই বক্তব্য স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে শুভেন্দু অধিকারীকে নিশানা করে বলা হয়েছে। কারণ সম্প্রতি শুভেন্দু বারবার দিলীপ ঘোষের তৃণমূল নেত্রী মমতার সঙ্গে সৌজন্যমূলক সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলেছিলেন।
দিলীপের আরও কটাক্ষ,
“আসল সমস্যা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে এত গুরুত্ব দিয়েছিলেন কেন? এই কারণেই দলের অনেকে অস্বস্তিতে পড়েছিল।”
রাজনৈতিক মহলের মতে, এটা শুধু দিলীপ-শুভেন্দু ব্যক্তিগত দ্বন্দ্ব নয়— বরং বিজেপির বঙ্গ রাজনীতিতে অন্তর্দ্বন্দ্ব কতটা তীব্র, সেই চিত্রই ফের একবার স্পষ্ট হল।
২১ জুলাই ও নবান্ন অভিযানের আগে দিলীপের এই মন্তব্য ঘিরে ফের গরম হচ্ছে রাজ্য রাজনীতি। বিজেপির অভ্যন্তরীণ রণকৌশল ও নেতৃত্ব নিয়ে ফের প্রশ্ন তুলছে রাজনৈতিক বিশ্লেষকরা।