নিজস্ব সংবাদদাতা: যোগেশ চৌধুরী কলেজে ছাত্রীকে হেনস্থার অভিযোগ, শোরগোল রাজনীতিতে।বিজেপির নিশানায় তৃণমূল ছাত্রনেতা তন্ময় দে ও সাব্বির আলি কলেজে কলেজে একের পর এক হেনস্থার ঘটনা নিয়ে ইতিমধ্যেই চাপে শাসকদল। কসবাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই এবার যোগ হল যোগেশ চন্দ্র চৌধুরী কলেজ। ভাইরাল ভিডিও ঘিরে নতুন করে উত্তেজনা ছড়াল।
বিজেপির অভিযোগ, ওই কলেজে তৃণমূল ছাত্র পরিষদের সদস্য তন্ময় দে-র বিরুদ্ধে উঠেছে ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ। এক্স হ্যান্ডেলে শেয়ার করা ভিডিওতে বিজেপির দাবি— ‘‘ক্লাসরুমেই তন্ময়ের আচরণ লজ্জাজনক। এই দাদাগিরির পিছনে রয়েছেন সাব্বির আলি, যিনি প্রাক্তন হলেও এখনও কলেজে তাণ্ডব চালাচ্ছেন।’’
ভিডিওর সত্যতা যাচাই করেনি বর্তমান নিউজ, তবে এই দাবি ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। বিজেপির বক্তব্য— ‘‘কলেজে কলেজে তৃণমূল ছাত্র পরিষদের প্রভাবেই আজ ছাত্রীদের নিরাপত্তা চরম সঙ্কটে। যোগেশ চন্দ্র চৌধুরী কলেজও ব্যতিক্রম নয়।’’
শাসকদলের অস্বস্তি বাড়াচ্ছে একের পর এক ঘটনা:
কসবা ল কলেজ: সিনিয়র ছাত্রের হেনস্থায় কলেজ তোলপাড়।
নরসিংহ দত্ত কলেজ (হাওড়া): র্যাগিংয়ে প্যান্ট খুলিয়ে নিপীড়ন।
সোনারপুর কলেজ: এক ছাত্রনেতাকে ছাত্রী দিয়ে মাথা টিপিয়ে নেওয়ার ভিডিও ভাইরাল।
রাজারবাজার সায়েন্স কলেজ: ছাত্র সংসদ রুমে মদের আসর।
রাজনীতির মঞ্চে এ নিয়ে বিরোধীদের তোপ— “এইসব ঘটনা প্রমাণ করে রাজ্যের শিক্ষাঙ্গন এখন তৃণমূল ছাত্রনেতাদের নিয়ন্ত্রণে। কোথাও কোনও শৃঙ্খলা নেই। ছাত্রীদের উপরেই চলছে অত্যাচার।”