মমতার এক্স পোস্টে পাল্টা দিলীপের রিপ্লাই, NRC নিয়ে রাজনীতিতে নতুন জল্পনা ছড়াল

নিজস্ব সংবাদদাতা: মমতার পোস্টে ‘রিপ্লাই’ দিলীপের, জল্পনায় নতুন মাত্রা

তৃণমূল যোগ? না কি নিছক রাজনৈতিক অবস্থান?
শমীক ভট্টাচার্যের সঙ্গে দিলীপ ঘোষের সাক্ষাতের জল্পনা এখনও তুঙ্গে। তার মধ্যেই নতুন মাত্রা যোগ করল বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের এক্স (Twitter) রিপ্লাই।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্সে (X) পোস্ট করে অসমে এক বাংলাভাষী কোচবিহারবাসীকে ফরেনার্স অ্যাক্টে নোটিস পাঠানোর ঘটনায় কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, “বাংলায় ঘুরপথে এনআরসি চালু করতে চাইছে কেন্দ্র।”

ঠিক সেই পোস্টের রিপ্লাইয়ে দিলীপ ঘোষ লেখেন,
“NRC একটি আইন। মুখ্যমন্ত্রীর কিছু বলার থাকলে প্রশাসনিক পথে এগোন।”

দিলীপ ঘোষের এই মন্তব্য রাজনীতিতে নতুন প্রশ্ন তুলে দিয়েছে।
তৃণমূলের সঙ্গে দিলীপ ঘোষের নরম অবস্থান? না কি দলবিরোধী সুরে ফের দিলীপের রাজনৈতিক ভিন্ন অবস্থান তুলে ধরা?

উল্লেখ্য, শমীক ভট্টাচার্য সদ্য বিজেপির রাজ্য সভাপতির দায়িত্ব নেওয়ার পর দিলীপ ঘোষের সঙ্গে সাক্ষাৎ করেন। তা নিয়েও শুরু হয়েছিল জল্পনা। এরই মাঝে এনআরসি নিয়ে দিলীপের এই মন্তব্য ফের রাজনীতিতে উত্তাপ বাড়িয়েছে।

একদিকে যেখানে বিজেপি এনআরসি নিয়ে এখন অনেকটাই নীরব, সেখানে দিলীপ ঘোষের এই ‘আইনি স্বীকৃতি’র বক্তব্যে অনেকেই রাজনৈতিক বার্তা খুঁজছেন। তবে দিলীপ নিজে কোনও দলবদলের জল্পনা এখনো প্রকাশ্যে স্বীকার করেননি।

তবে এক্সে মমতার পোস্টে এই প্রতিক্রিয়া অনেক কিছু ইঙ্গিত করছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Total Views: 54

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *