কয়লাপাচার কাণ্ডে ফেরার বিনয় মিশ্রকে ফেরাতে উদ্যোগী সিবিআই, নজর এবার ব্রিটেন-আয়ারল্যান্ডে

নিজস্ব সংবাদদাতা: কয়লাপাচার কাণ্ডে ফের তৎপর সিবিআই, বিনয় মিশ্রের প্রত্যর্পণে বিদেশ মন্ত্রকের অনুমতি চায় তদন্তকারী সংস্থা

প্রায় পাঁচ বছর ধরে পলাতক তৃণমূল ঘনিষ্ঠ কয়লাপাচার কাণ্ডের মূল অভিযুক্ত বিনয় মিশ্র। এতদিন পর্যন্ত ধারণা ছিল, তিনি প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতুতে আত্মগোপনে রয়েছেন। কিন্তু এবার তদন্তে নতুন মোড়। সিবিআই-এর দাবি, বিনয় মিশ্র বর্তমানে রয়েছেন ব্রিটেন বা উত্তর আয়ারল্যান্ডে।

সোমবার আসানসোল সিবিআই আদালতে এক গুরুত্বপূর্ণ হলফনামা জমা দেয় সিবিআই। ওই হলফনামায় সংস্থাটি জানিয়েছে, তারা নিশ্চিত যে বিনয় মিশ্র আর ভানুয়াতুতে নেই। এখন তাঁর অবস্থান পরিবর্তন হয়েছে, এবং তিনি গ্রেট ব্রিটেন অথবা উত্তর আয়ারল্যান্ডে রয়েছেন।

এই পরিস্থিতিতে তাঁকে ভারতে ফেরত আনতে বিদেশ মন্ত্রকের মাধ্যমে ওই দুই দেশের সরকারের কাছে প্রত্যর্পণের আবেদন করতে চায় সিবিআই। তার জন্য আদালতের অনুমতি চেয়ে আবেদনও করা হয়েছে।

উল্লেখ্য, কয়লা পাচার কাণ্ডে দীর্ঘদিন ধরেই সিবিআই ও ইডির নজরে রয়েছে বিনয় মিশ্র। তাঁর বিরুদ্ধে কোটি কোটি টাকার বেআইনি কয়লা বাণিজ্যে সরাসরি যুক্ত থাকার অভিযোগ। তাঁর ভাই বিবেক মিশ্র আগে গ্রেফতার হলেও, বিনয় দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক মাটিতে পলাতক।

এবার সিবিআইয়ের তৎপরতায় প্রশ্ন উঠছে, আদৌ কি এবার দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে বিনয় মিশ্রকে? তদন্ত কতদূর এগোয়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Total Views: 43

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *