নিজস্ব সংবাদদাতা: RG Kar মামলায় ফের বিতর্ক: ক্রাইম সিনে যাওয়া আটকাতে চায় সরকার? প্রশ্ন নির্যাতিতার পরিবারের। আরজি কর মেডিক্যাল কলেজের চিকিৎসক-ছাত্রীকে ধর্ষণ ও খুনের মামলায় ফের উত্তাল রাজ্য রাজনীতি ও বিচারালয়। ক্রাইম সিনে যেতে চান নির্যাতিতার বাবা-মা। সেই অনুরোধে রাজ্য সরকারের আপত্তির পর এবার সেই সুরেই সুর মিলিয়েছেন অভিযুক্ত জেলবন্দি প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল।
নির্যাতিতার বাবা আজ সংবাদমাধ্যমকে বলেন,
“ক্রাইম সিনে কী এমন আছে যা এত তৎপর হয়ে সরকার ঢাকতে চাইছে? নিশ্চয়ই বড় কিছু লুকোনোর চেষ্টা চলছে।”
সোমবার শিয়ালদহ আদালতে এই মামলার শুনানিতে নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে স্পষ্টভাবে ঘটনাস্থল পরিদর্শনের আবেদন জানানো হয়। কিন্তু সরকার সেই আর্জির বিরোধিতা করে। এরপর অভিযুক্তরাও আদালতে জানায়, তাঁরা চান না নির্যাতিতার পরিবার ক্রাইম সিনে যাক।
এদিকে মামলার গতি নিয়ে আগেই প্রশ্ন তুলেছিল নির্যাতিতার পরিবার। তাঁদের দাবি, একবছর কেটে গেলেও সঠিক তদন্ত হয়নি, দোষীরা শাস্তি পায়নি। এই পরিস্থিতিতে ক্রাইম সিনে যাওয়ার আবেদন নিয়ে সরকারের ও অভিযুক্তদের এই বিরোধিতা আরও সন্দেহ উসকে দিচ্ছে বলে মত অনেকের।
আগামী দিনে এই মামলার বিচার প্রক্রিয়া কতটা স্বচ্ছ ও দ্রুত হয়, এবং আদালত কী সিদ্ধান্ত নেয় — তার দিকেই নজর গোটা রাজ্যের।