নিজস্ব সংবাদদাতা: আফগান আম্পায়ার বিসমিল্লাহ জান শিনওয়ারির প্রয়াণে শোকের ছায়া ক্রিকেট মহলে
আন্তর্জাতিক ক্রিকেট মহলে নেমে এসেছে শোকের ছায়া। প্রয়াত হলেন আফগানিস্তানের অভিজ্ঞ আম্পায়ার বিসমিল্লাহ জান শিনওয়ারি। বয়স হয়েছিল মাত্র ৪১ বছর। দীর্ঘদিন ধরেই তিনি গুরুতর অসুস্থতায় ভুগছিলেন বলে জানিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (ACB)।
নিজের কেরিয়ারে শিনওয়ারি ৬০টি আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ার বা টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন, যার মধ্যে রয়েছে ৩৪টি ওয়ানডে এবং ২৬টি টি২০ আন্তর্জাতিক ম্যাচ। তাঁর নিঃশব্দ কিন্তু পেশাদার উপস্থিতি আন্তর্জাতিক ক্রিকেটে প্রশংসিত হয়েছিল বারবার।
শিনওয়ারির মৃত্যুর পর গভীর শোকপ্রকাশ করেছেন ICC চেয়ারম্যান জয় শাহ। এক বিবৃতিতে তিনি বলেন,
“বিসমিল্লাহ জান শিনওয়ারি শুধু একজন দক্ষ আম্পায়ারই ছিলেন না, ছিলেন আফগান ক্রিকেটের এক নিঃশব্দ সৈনিক। তাঁর চলে যাওয়া অপূরণীয় ক্ষতি।”
আফগান ক্রিকেট বোর্ড, আইসিসি-সহ বিভিন্ন ক্রিকেট বোর্ড ও ক্রিকেটাররাও শোকবার্তা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় একাধিক ক্রিকেটপ্রেমী ও আন্তর্জাতিক খেলোয়াড় শিনওয়ারির অবদানের কথা স্মরণ করে শ্রদ্ধা জানিয়েছেন।
মাত্র ৪১ বছর বয়সে এমন একজন অভিজ্ঞ আম্পায়ারের চলে যাওয়া ক্রিকেট দুনিয়ার জন্য এক অপূরণীয় ক্ষতি। আফগানিস্তানের উদীয়মান ক্রিকেট কাঠামোয় তাঁর অবদান দীর্ঘদিন মনে রাখবে বিশ্ব ক্রিকেট।