নিজস্ব সংবাদদাতা: DA ইস্যুতে মমতা সরকারকে নিশানা বিজেপির, এক্সে ইঙ্গিতপূর্ণ পোস্টে বিতর্ক
রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘভাতা (DA) সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ মানতে অপারগতা প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ সরকার। নবান্নের তরফে জানানো হয়েছে, আর্থিক সঙ্কটের কারণে আপাতত ২৫% বকেয়া DA মেটানো সম্ভব নয়।
এর পরেই রাজ্য সরকারি কর্মচারী সংগঠনগুলি আদালত অবমাননার নোটিস পাঠিয়েছে রাজ্য সরকারকে। সেই উত্তাল আবহে এবার সোশ্যাল মিডিয়ায় তোপ দাগল বিজেপি।
তাদের অফিসিয়াল **X (সাবেক টুইটার) অ্যাকাউন্টে লেখা হয়েছে —
“DA stands for Dearness Allowance. But in West Bengal under Mamata Banerjee…”
এই অসমাপ্ত বাক্যের মধ্যেই কার্যত কটাক্ষ লুকিয়ে রেখেছে বিজেপি। মন্তব্যের ঘরে লেখা হচ্ছে, ‘‘DA এখন ‘Denied Allowance’ হয়ে গিয়েছে বাংলায়।’’ কেউ লিখছেন, “DA মানে Didi’s Apathy!”
বিজেপির এই পোস্ট ঘিরে শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। সরকারি কর্মীদের একাংশ বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যখন বকেয়া মেটাতে পারছে না, তখন এই ধরনের পোস্ট সরকার-বিরোধী ক্ষোভকে আরও উসকে দিচ্ছে।
বিজেপি নেতৃত্বের দাবি, রাজ্যের হাজার হাজার কর্মী ন্যায্য পাওনার জন্য আদালতের দ্বারস্থ হয়েছেন — এটা সরকারের ‘ব্যর্থতা’র প্রমাণ।
তৃণমূলের তরফে এখনও এই পোস্টের সরাসরি জবাব দেওয়া হয়নি। তবে শাসকদলের মহলের মতে, “DA নিয়ে রাজনীতি করে বিজেপি মানুষকে ভুল বোঝাতে চাইছে।”
তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, DA ইস্যু মমতা সরকারের কাছে এখনও বড় চ্যালেঞ্জ হয়েই থাকছে।