ফরেনার্স অ্যাক্ট নোটিসে ক্ষুব্ধ অভিষেক, অভিযোগ বাংলায় ঘুরপথে এনআরসি চাপাতে চাইছে কেন্দ্র

নিজস্ব সংবাদদাতা: “বাংলায় ঘুরপথে এনআরসি? মেনে নেবে না বাংলা” — উত্তম ব্রজবাসী ইস্যুতে অভিষেকের তোপ

দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীকে ফরেনার্স অ্যাক্টে নোটিস পাঠানোয় নতুন করে বিতর্কের ঝড়। এবার এই ইস্যুতে সরব হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার নিজের X (সাবেক টুইটার) হ্যান্ডলে অভিষেক লেখেন —
“বাংলায় ঘুরপথে এনআরসি চালু করতে চাইছে কেন্দ্রীয় সরকার। এটা বাংলা কিছুতেই মেনে নেবে না।”

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমরা প্রতিরোধ গড়েই তুলব।”

অসম সরকারের এই পদক্ষেপকে কেন্দ্রীয় শাসকের ‘ভয়ঙ্কর রাজনৈতিক খেলা’ বলেও উল্লেখ করেন তৃণমূল নেতা। তাঁর দাবি, নাগরিকত্ব নিয়ে বিভ্রান্তি তৈরি করে মানুষকে আতঙ্কে রাখা বিজেপির পুরনো অভ্যাস।

রাজনৈতিক মহলের মতে, এই ইস্যু ২০২৬ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে তৃণমূলের বড় রাজনৈতিক অস্ত্র হয়ে উঠতে পারে। অভিষেকের সরাসরি কেন্দ্রকে নিশানা করে আক্রমণ নতুন করে উত্তেজনা ছড়িয়েছে বঙ্গ-অসম সীমান্তবর্তী জেলাগুলিতে।

উত্তম ব্রজবাসীর পরিবারও দাবি করেছে, তিনি জন্মসূত্রে ভারতীয়, বহু বছর ধরে দিনহাটায় বসবাস করছেন, রয়েছে ভোটার কার্ড, আধার, রেশন — সব কিছু।

এই নোটিস কেন, তা নিয়ে এখনও পর্যন্ত অসম সরকারের পক্ষ থেকে কোনও সাফাই মেলেনি। তবে তৃণমূলের অভিযোগ, “বাংলায় NRC চাপিয়ে দেওয়ার চাল” শুরু হয়ে গিয়েছে।

আগামী দিনে এই ইস্যু আরও রাজনৈতিক জল ঘোলা করবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Total Views: 43

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *