নিজস্ব সংবাদদাতা: কলেজে মদের আসর, ছাত্রী ডেকে পাঠানো! ‘তৃণমূল দাদার দাপট’-এর ভাইরাল ভিডিও ঘিরে তীব্র চাঞ্চল্য। রাজ্যের শিক্ষাঙ্গনে ফের ক্ষমতার অপব্যবহারের অভিযোগ। গড়িয়াহাট ITI কলেজে তৃণমূল ছাত্র পরিষদের নেতা সঞ্জয় চৌধুরীর বিরুদ্ধে উঠল একের পর এক বেলেল্লাপনার অভিযোগ। অভিযোগ, কলেজ ছুটির পরও তিনি ক্যাম্পাসে ঘোরাঘুরি করেন, রাতের অন্ধকারে ডেকে পাঠানো হয় ছাত্রীদের, কলেজ রুমে মদের আসর, উচ্চগ্রামের গান চালিয়ে উদযাপন, এমনকি ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণও।
অভিযোগ আরও গুরুতর—হোস্টেলে জোর করে অনাবাসিক ছাত্রদের ঢোকানো, ঘর দখল করে রাখার মতো ঘটনাও ঘটেছে। কলেজের অভিভাবক এবং স্থানীয় বাসিন্দারা বহুবার অভিযোগ জানিয়েও কোনও ব্যবস্থা মেলেনি। কারণ, অভিযোগকারীদের দাবি, সঞ্জয়ের রাজনৈতিক প্রভাব এতটাই যে কলেজ প্রশাসন কার্যত নির্বাক।
এর মাঝেই আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে সোনারপুর কলেজ চত্বরে নবাগত এক ছাত্রীকে দিয়ে মাথা টিপিয়ে নিচ্ছেন তৃণমূল ছাত্র পরিষদের নেতা প্রতীক কুমার দে। জানা যাচ্ছে, তিনি লাভলি মৈত্র ঘনিষ্ঠ এবং দলের একাধিক গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। অতীতে তাঁর বিরুদ্ধেও মানসিক ও শারীরিক হেনস্থার অভিযোগ দায়ের হয়েছিল।
এই দুটি ঘটনা ফের একবার সামনে এনে দিল ছাত্র রাজনীতির নামে শিক্ষাঙ্গনে প্রভাব বিস্তার, শাসকদলের ছাত্রনেতাদের দাদাগিরি এবং প্রশাসনের নিষ্ক্রিয়তার চিত্র। বিরোধীদের অভিযোগ, “তৃণমূল আশ্রিত ছাত্রনেতারা কলেজগুলোকে নিয়ন্ত্রণের হাতিয়ার বানিয়ে তুলছে।”
এখন দেখার, এই গুরুতর অভিযোগের তদন্তে প্রশাসন আদৌ সক্রিয় হয় কি না, নাকি ফের একবার রাজনৈতিক ছত্রছায়ার জেরে চাপা পড়ে যাবে এইসব ঘটনা।
https://www.facebook.com/share/r/1HjWBVhCrk/