কোন রাশির সঙ্গেই বা সবচেয়ে বেশি মানাবে প্রেম-বিয়েতে?

নিজস্ব সংবাদদাতা: আপনি কোন রাশির জাতক-জাতিকা? কোন রাশির সঙ্গেই বা সবচেয়ে বেশি মানাবে প্রেম-বিয়েতে? জেনে নিন জন্মতারিখ অনুযায়ী!

জন্মতারিখ অনুযায়ী রাশিচক্র ১২টি ভাগে বিভক্ত। নিচে দেখে নিন কোন মাসে জন্মালে কী রাশি হয়, এবং সেই রাশির আদর্শ ম্যাচ কারা:

🔴 মেষ (ARIES) – ২১ মার্চ – ১৯ এপ্রিল
উদ্যমী, সাহসী, প্রেমে আবেগী। সেরা ম্যাচ: সিংহ ও ধনু।

🟤 বৃষ (TAURUS) – ২০ এপ্রিল – ২০ মে
স্থির, নিরাপত্তাপ্রিয়। সেরা ম্যাচ: কন্যা ও মকর।

🟡 মিথুন (GEMINI) – ২১ মে – ২০ জুন
বুদ্ধিদীপ্ত, প্রাণবন্ত। সেরা ম্যাচ: তুলা ও কুম্ভ।

🔵 কর্কট (CANCER) – ২১ জুন – ২২ জুলাই
আবেগপ্রবণ, পরিবারের প্রতি নিবেদিত। সেরা ম্যাচ: বৃশ্চিক ও মীন।

🟠 সিংহ (LEO) – ২৩ জুলাই – ২২ আগস্ট
নেতৃত্বপ্রিয়, আত্মবিশ্বাসী। সেরা ম্যাচ: মেষ ও ধনু।

🟢 কন্যা (VIRGO) – ২৩ আগস্ট – ২২ সেপ্টেম্বর
খুঁতখুঁতে, পরিশ্রমী। সেরা ম্যাচ: বৃষ ও মকর।

🔷 তুলা (LIBRA) – ২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর
সৌন্দর্যপ্রেমী, ভারসাম্যপূর্ণ। সেরা ম্যাচ: মিথুন ও কুম্ভ।

🟣 বৃশ্চিক (SCORPIO) – ২৩ অক্টোবর – ২১ নভেম্বর
রহস্যময়, আবেগপ্রবণ। সেরা ম্যাচ: কর্কট ও মীন।

🟡 ধনু (SAGITTARIUS) – ২২ নভেম্বর – ২১ ডিসেম্বর
স্বাধীনচেতা, রোমাঞ্চপ্রিয়। সেরা ম্যাচ: মেষ ও সিংহ।

⚫ মকর (CAPRICORN) – ২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি
বাস্তববাদী, দায়িত্বশীল। সেরা ম্যাচ: বৃষ ও কন্যা।

🔘 কুম্ভ (AQUARIUS) – ২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি
চিন্তাশীল, উদ্ভাবনী। সেরা ম্যাচ: মিথুন ও তুলা।

⚪ মীন (PISCES) – ১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ
সংবেদনশীল, কল্পনাপ্রবণ। সেরা ম্যাচ: কর্কট ও বৃশ্চিক।

আপনি কোন রাশির? নিচে কমেন্ট করে লিখে জানান! আর বন্ধুদের ট্যাগ করে মিলিয়ে নিন আপনার রাশি-ম্যাচ!

Total Views: 47

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *