নিজস্ব সংবাদদাতা: ফের একবার বাবা হলেন। শনিবার (৫ জুলাই) সাও পাওলোর একটি হাসপাতালে জন্ম নেয় তাঁর ও বান্ধবী ব্রুনো বিয়ানকার্ডির কন্যাসন্তান। মেয়ের নাম রাখা হয়েছে মেল। আগেই গর্ভাবস্থার সময় নেইমার নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন, তাঁরা আবারও সন্তান আগমনের অপেক্ষায় রয়েছেন। সেই সুখবর এবার বাস্তবে রূপ নিল।
এটাই নেইমার ও ব্রুনোর প্রথম সন্তানের আগমন হলেও, ব্রুনো আগেও এক কন্যাসন্তানের মা হয়েছিলেন। তবে ‘মেল’-এর জন্ম তাঁদের সম্পর্কের আরও গভীরতা ও সম্পূর্ণতা এনে দিল। সন্তানের আগমনে খুশির হাওয়া নেইমারের পরিবার ও অনুরাগী মহলে। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই তাঁদের শুভেচ্ছার বন্যায় ভাসিয়েছেন ভক্তরা।
নেইমার বর্তমানে ব্রাজিল জাতীয় দলের বাইরে রয়েছেন এবং চোট কাটিয়ে সুস্থ হওয়ার পথে। এই সময়টা পরিবারকে আরও বেশি সময় দেওয়ার সুযোগ পেলেন তিনি। কন্যাসন্তানের জন্মে আবেগে ভাসছেন ব্রাজিলীয় সুপারস্টার। ইনস্টাগ্রাম-সহ একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তিনি ও ব্রুনো শেয়ার করেছেন শিশুকন্যার আগমনের মুহূর্ত এবং নিজেদের আবেগঘন প্রতিক্রিয়া।
নেইমার ফুটবল জীবনে যতটা সফল, ব্যক্তিগত জীবনেও বারবার হয়েছেন আলোচনার কেন্দ্রবিন্দু। কিন্তু তাঁর সন্তানদের প্রতি ভালোবাসা বরাবরই নজর কেড়েছে। এবারও তার ব্যতিক্রম নয়।
‘মেল’-এর জন্ম শুধু নেইমার- ব্রুনোর জীবনের এক নতুন অধ্যায় নয়, এটি তাঁদের সম্পর্কের গভীরতাকেও আরও এক ধাপ এগিয়ে দিল। পরিবারকে নিয়ে নতুনভাবে জীবন শুরু করতে প্রস্তুত বিশ্বফুটবলের এই পোস্টারবয়।